Home » »

আসসালামু আলাইকুম আমি একেবারেই নতুনদের জন্য ব্লগস্পট নিয়ে সিরিজ পোস্ট লিখছি ব্লগস্পট নিয়ে। এটি সিরিজের ৫ম পোস্ট। সিরিজের সকল পোস্ট একত্রে পাবেন এখানে
আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ উইজেট বা গেজেট নিয়ে জানবো।

সার্চ বক্স

সার্চ বক্স ১:
  1. <script>
    function InvalidMsg(textbox) {
    if (textbox.value == '') {
    textbox.setCustomValidity('যা সার্চ করতে চাইছেন তা টাইপ করুন ');
    }
    else {
    textbox.setCustomValidity('');
    }
    return true;
    }
    </script><form
    name="search-form" class="search-box" action="/search"> <input
    type="?" name="q" placeholder="সার্চ করুন এই ব্লগে" oninvalid="InvalidMsg(this);" oninput="InvalidMsg(this);" class="search-box-input" value="" required="required" /> <input
    type="submit" class="search-box-submit-button" value="সার্চ করতে ক্লিক করুন" /></form> 
ফলাফল:     
সার্চ বক্স ২:
  1. <form action='/search' id='searchform' method='get'>
    <input id='search-form' name='q' onblur='if(this.value==&#39;&#39;)this.value=this.defaultValue;' onfocus='if(this.value==this.defaultValue)this.value=&#39;&#39;' type='text' value='সার্চ করতে এন্টার চাপুন'/>
    </form>
ফলাফল:
যেভাবে যুক্ত করবেন-
১. ব্লগের লেআউটে যান।
২. Add a Gadget ক্লিক করুন।
৩.  HTML/JavaScript নির্বাচন করুন।
৪. পছন্দের সার্চ বক্সের কোড পেস্ট করে সেভ করুন।
জিআর+ এর মত পোস্টের উপরে সার্চ বক্স বানাতে হলে অন্য কোথাও উইজেটটি তৈরি করে ড্রাগ এন্ড ড্রপ সিস্টেমে পোস্টের উপর নিয়ে আসতে হবে।

ব্লগ আর্কাইভ

যেভাবে যুক্ত করবেন-
১. ব্লগের লেআউটে যান।
২. Add a Gadget ক্লিক করুন।
৩. Blog Archive নির্বাচন করুন।
৪. কাস্টমাইজ করে সেভ করুন।

Labels বা বিভাগ বা ট্যাগস

পোস্টের বিভাগ নির্ধারণ করার জন্য পোস্ট করার সময় পাশের Post settings হতে Labels অপশনে গিয়ে বিভাগ লিখে নিতে হবে। একাধিক বিভাগ দিতে চাইলে কমা দিয়ে বিভক্ত করতে হবে। বিভাগগুলো ব্লগে দেখানোর জন্য  Labels উইজেট যুক্ত করতে হবে।
যেভাবে যুক্ত করবেন-
১. ব্লগের লেআউটে যান।
২. Add a Gadget ক্লিক করুন।
৩. Labels নির্বাচন করুন।
৪. পছন্দমত Labels বিভাগ বা ট্যাগস নাম দিন
৫. কাস্টমাইজ করে  সেভ করুন।

জনপ্রিয় পোস্ট

ব্লগের সবচেয়ে বেশি ভিজিট করা পোস্টগুলো শো করবে।
যেভাবে যুক্ত করবেন-
১. ব্লগের লেআউটে যান।
২. Add a Gadget ক্লিক করুন।
৩. Popular Posts নির্বাচন করুন।
৪. কাস্টমাইজ করে  সেভ করুন।

ফেসবুক লাইক বক্স

যেভাবে যুক্ত করবেন-
১. https://developers.facebook.com/docs/plugins/embedded-posts/ এই লিংকে যান।
২. Facebook Page URL এ আপনার পেজের লিংক লিখুন।
৩. Width ৩০০ রাখা ভালো।
৪. Get Code এ ক্লিক করুন, দুইটি কোড পাবেন।
৫. ব্লগের লেআউটে যান।
৬. Add a Gadget ক্লিক করুন।
৭.  HTML/JavaScript নির্বাচন করুন।


ঘড়ি

যেভাবে যুক্ত করবেন-
১. ব্লগের লেআউটে যান।
২. Add a Gadget ক্লিক করুন।
৩. সাইডে দেখুন ৩ টি অপশন আছে। মোর গেজেটস অপশনে যান।
৪. Clock লিখে সার্চ দিন।
৫. পছন্দমত একটি ঘড়ি নির্বাচন করুন।
৬. কাস্টমাইজ করে সেভ করুন।

কারো যদি মনে হয় ডিফল্টগুলো নিয়ে লেখা অপ্রয়োজনীয় তবে আমি মনে করিয়ে দিচ্ছি এটা নতুনদের জন্য।
আজকের পর্বে এই পর্যন্তই। নেক্সট পর্বে পোস্ট করার বিষয়ে লিখবো।
Share this article :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2015. Online service
Download Blogger Templates