Home » »


আসসালামু আলাইকুম আমি একেবারেই নতুনদের জন্য ব্লগস্পট নিয়ে সিরিজ পোস্ট লিখছি ব্লগস্পট নিয়ে। এটি সিরিজের ৪র্থ পোস্ট। যেহেতু এটা নতুন দের জন্য তাই আজ আমরা কেবল মাত্র ড্রপডাউন মেনু এডিট করা শিখবো। ড্রপডাউন মেনু যোগ করা নয়।

আশা করি আপনার ব্লগ সাইটে আপনি একটি ড্রপডাউন মেনু সহ ভালো টেমপ্লটে নিয়েছেন। না নিয়ে থাকলে আগের পোস্ট থেকে নিতে পারেন। আপনার টেমপ্লেটের ড্রপডাউন মেনু এডিটের জন্য www.blogger.com-এ যা্ন।


এবার যে ব্লগের ড্রপডাউন মেনু  এডিট করবেন সেটিতে ক্লিক করুন। টেমপ্লেট অপশনে আসুন। Edit HTML অপশনে যান।
<nav লিখে সার্চ দিন।
এবার নিচের  দিকে দেখূন  <li><a  href='#'>Text</a></li> এই টাইপের বেশ কিছু কোড দেখতে পা্বেন। Text লেখাটা উদাহরণস্বরূপ। পুরো কোড ভিন্নভাবেও থাকতে পারে। একটু চিনে নিতে হবে। এটিই আপনার মেনুর কোড। # এর জায়গায় URL আর >Text< এর জায়গায় কি শো করবে তা লিখতে হবে। যদি না বুঝেন তবে কমেন্ট করবেন। যদি চান এই কাজটি আমাদের দিয়েও করাতে পারেন। এজন্য আমাদের নির্ধারিত মূল্য ৩০ টাকা।
আগামী পর্বে কিছু উইজেট নিয়ে কথা বলবো ইংশাআল্লাহ।
Share this article :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2015. Online service
Download Blogger Templates